I Physicist

-

পদার্থবিজ্ঞানের পাঠশালা


Ubuntu 10.04 (Lucid Lynx)এ Citycell zoom এর CDMA 2000 1x modem টাকে খুব সহজেই network manager ব্যবহার করে internet এ connect করা যায়। ভেজাল বাধে  citycell zoom ultra এর EVDO modem টাকে নিয়ে।

অনেক গুতা-গুতি করে আমি zoom ultra modem টাকেও graphically connect করেছি। (graphical configuration এর বিস্তারিতঃ আমার এই পোস্টে পাবেন)।

কিন্তু কিছুদিন আগে আমার এক senior ভাই বললেন-
" দায়ীন! গ্রাফিকাল পদ্ধতিতে ultra modem টা connect করতে পারছি না !" এবং উনি নাকি wvdial দিয়ে zoom এর ultra modem টা connect করে ফেলেছেন, এবং শুরুতে একটু ভেজাল লাগলেও command ব্যবহার করে zoom চালাতে নাকি তার ভালোই লাগছে (!) ।

wvdial ব্যবহারের মজা হলো এটি প্রায় সব ধরনের modem ই detect করতে পারে, যেটা ubuntu র network manager পারেনা। কিন্তু অসুবিধা হলো, এটা configure করতে শুরুতে কিছু command দিতে হয়। ফলে একদম নতুন ব্যবহারকারীরা একটু ঘাবড়ে যেতে পারেন। তাই আমি এই পোস্ট চেয়েছি যতটা সম্ভব সহজ করে ছবি দিয়ে ধাপগুলো ব্যাখা করতে।

আর ঘাবড়ানোর কোনই কারন নাই। পুরো প্রক্রিয়াটা মাত্র একবার করলেই হবে। আর আপনাকে সাহায্য করা জন্য আমরাতো রয়েছিই।

১) প্রথমে দেখুন আপনার modem বা mobile টি ubuntu detect করতে পেরেছে কিনা । এজন্য modem/mobile টি computer এ যুক্ত করে temninal খুলে command দিন
lsusb -v
ছবির মত হাবি-জাবি লেখা সহ বিশাল এক list আসবে । দেখে ঘাবড়াবেন না । Scroll করে নিচে নামতে থাকুন এবং এখান থেকে যদি এই লাইনটি খুজে বের করুন Bus 003 Device 002: ID 19d2:fffe


এই লাইনের নীচে আপনি কোন খানে আপনার vendor id ও product id পেয়ে যাবেন। এক্ষেত্রে 19d2 হলো আপনার vendor এবং fffe হচ্ছে আপনার product id । পেয়েছেন??? তাহলে আপনি ২য় ধাপে চলে যান ।

২) Zoom ব্যবহারের জন্য আমরা যে software টি use করব সেটা হলো wvdial . Ubuntu র আগের version গুলোতে wvdial ডিস্ট্রো এর সাথে দেয়া ছিলো । কিন্তু Ubuntu 10.04 (Lucid Lynx) এ সেগুলো download করে নিতে হবে । wvdial ব্যবহার করার জন্য dependency সহ নিচের software গুলো download করে নিন ।
  1. debconf
  2. libc6 
  3. libuniconf4.6 
  4. libwvstreams4.6-base 
  5. libwvstreams4.6-extras 
  6. libxplc0.3.13 
  7. ppp 
  8. wvdial

উপরের ওয়েব সাইটের প্রতিটি পাতার একেবারে শেষের দিকে নিচেরটি মত ডাউনলোড করার অপশন রয়েছে।

আপনার কম্পিউটারের প্রসেসর যদি ইন্টেলের হয় তাহলে i386 এ ক্লিক করতে হবে।

৩) wvdial install করা হয়েছে? চমৎকার । এবার Terminal এ নিচের কমান্ডটি লিখে Enter চাপুন:
sudo modprobe usbserial vendor=0×19d2 product=0×fffe (আপনার vendor এবং product id ব্যবহার করুন)


এই কমান্ডটি দেওয়ার পর আপনার password চাইলে password টাইপ করুন। (লক্ষ্যকরুন, আপনি password টাইপ করলেও কিন্তু কোন অক্ষর দেখাবে না।)
কমান্ডটি দেওয়ার পর যদি কোন error message না আসে তাহলে বুঝবেন যে Ubuntu আপনার Modem কে ঠিকমত detect করতে পেরেছে।

৪) তাহলে Terminal এ নিচের কমান্ডটি লিখে Enter চাপুন: 
sudo wvdialconf
কমান্ডটি দেওয়ার পর আপনার password চাইলে password টাইপ করুন। ছবির মত অনেক হাবিজাবি লেখা আসবে।


 
scroll করে নিচে নামুন । তার মধ্যে থেকে যদি আপনি নিচের লাইনগুলো খুঁজে বের করুন-

পেয়েছেন??? খুব ভালো !!!! :)

যেহেতু আমারা wvdial ব্যবহার করে internet access করব। তাই wvdial কে আপনার modem/mobile সম্পর্কে কিছু দরকারী তথ্য দেওয়ার জন্যই আমরা উপরের কমান্ডটি দিলাম। উপরের কমান্ডটি তার ফলাফল wvdial.conf নামের একটা ফাইলে এ সংরক্ষন করে রাখবে। ফাইলটি থাকবে আপনার /etc ফোল্ডারে ।

৫) এখন wvdial.conf নামের একটি ফাইল সম্পাদনা করতে হবে । এজন্য terminal এ গিয়ে চটপট লিখে ফেলুন –
sudo gedit /etc/wvdial.conf
একটি file open হবে। যদি আপনি উপরের কাজগুলো ঠিকঠাকমত করে থাকেন তাহলে দেখতে পাবেন যে ওর মধ্যে লেখা আছে-

[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Modem Type = Analog Modem
Baud = 9600
New PPPD = yes
Modem = /dev/ttyUSB0
ISDN = 0
; Phone =
; Password =
; Username =

এবার এই file এ নিচের লাইনগুলো যোগ করে দিন।
[Dialer citycell]
Username = waps
Password = waps
Phone = #777
Stupid Mode = 1

করেছেন?? এবার save করুন।

৬) যারা instruction পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য সুসংবাদ :D । কারণ basic কাজ শেষ । এবার আপনি modem/mobile ব্যবহার করে ubuntu তে internet access করতে পারবেন ।

খালি প্রতিবার internet access করার জন্য terminal খুলে লিখতে হবে-

sudo wvdial citycell (password চাইলে password টাইপ করুন)

এ কমান্ডটি দিলে ছবির মত কিছু লেখা আসবে ।

 
যখন terminal এ primary DNS address ও secondary DNS address আসবে তখন বুঝবেন আপনি internet connect হয়ে ছেন । একটা বিষয় মাথায় রাখবেন যতক্ষন online থাকবেন ততক্ষন terminal close করবেন না । Disconnect করতে হলে Control+C চেপে disconnect করবেন ।
OK for now!!! Happy Browsing !!!



Enhanced by Zemanta
Published On: 10:26 AM | Updated on: 2020-01-31T03:58:30Z  আগের পরিচ্ছেদ পরবর্তী পরিচ্ছেদ 
Powered by Blogger.

About us

Blogroll

Formulir Kontak

Name

Email *

Message *

Instagram

Portfolio

Popular Topics

Follow us on G+

Carousel

Ads

saddaa adada dadad

Popular Posts

GET IN TOUCH

adv1

Ewy!

SUBSCRIBE

  • image06

    Passionate

    Seeker

  • image01

    Creative

    Duet

  • image02

    Friendly

    Devil

  • image03

    Be

    Creative

  • image04

    Insecure

    Hussler

  • image05

    Loving

    Rebel

Hello! We are SimplexDesign

we love creative ideas and great designs.

Popular Posts