I Physicist
পদার্থবিজ্ঞানের পাঠশালা|
জানোতো? পদার্থবিজ্ঞান খুবই মজার একটা সাবজেক্ট। এই পদার্থবিজ্ঞানের সূত্র-টুত্র ব্যবহার করে মানুষ বিশ্বকে চিনতে শিখেছে, মহাকাশে রকেট পাঠিয়েছে, চাঁদ থেকে ঘুরে এসেছে। এই পদার্থবিজ্ঞানকে সহজ ভাবে বোঝানোর জন্য এই ওয়েবসাইট I Physicist । যদি এটি পড়ে তোমাদের মনে বিজ্ঞান সম্পর্কে আরও বেশি বেশি জানার আগ্রহ জন্মে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।