কিছুদিন আগে উবুন্টুর নতুন ভার্সন Ubuntu 10.04 (Lucid Lynx) ইন্সটল করলাম। আসলেই চমৎকার।
যা হোক, Ubuntu 10.04 এ আমার Citycell Zoom এর CDMA modem টা আগের মতই খুব সহজে configure করে ফেললাম।
কিন্তু যখন Citycell zoom ultra এর modem টা দিলাম আমার Ubuntu 10.04 (Lucid Lynx) সেটা detect করতে পারছিল না। যা হোক,বেশ কয়েকদিন ধরে খোঁচা-খুঁচি করে অতঃপর সেটা configure করতে সফল হয়েছি। আপনাদের সুবিধার জন্য এখানে আমি সেটা বর্ণনা করব।
২) এবার দেখুন আপনার modem টি Ubuntu detect করতে পেরেছে কিনা । এর জন্য terminal খুলে command দিন- lsusb
দেখুন এ ধরনের কোন লাইন খুজে পান কিনা-পেয়েছেন??? চমৎকার।এই লাইনের নীচে আপনি কোন খানে আপনার vendor id ও product id পেয়ে যাবেন। এক্ষেত্রে 19d2 হলো vendor এবং fff1 হচ্ছে product id ।
৩) Terminal তো open রয়েছেই। এবার নিচের কমান্ডটি লিখে Enter দিন-
sudo modprobe usbserial vendor=0×19d2 product=0×fff1 (আপনার vendor ও product id ব্যবহার করুন।)
যদি command দেবার পর কোন error message না দেখায় তারমানে Ubuntu আপনার modem টি detect করতে পেরেছে।
৪) এবার Network Manager open করুন। এজন্য System > Preference > Network Connection এ যান । এখান থেকে Mobile Broadband select করুন ।
৫) Add এ Click করুন। নিচের স্ক্রীনটি আসবে-
৬) Forward এ Click করুন । নিচের মতো একটা window আসবে ।
এখান থেকে Bangladesh select করে আবার Forward এ Click করুন ।
৭) Choose provider থেকে আপনার mobile service provider এর নাম select করুন । List এ নাম না থাকলে নিচের box এ নাম লিখুন ।
তারপর Forward এ Click করুন । নিচের window টি আসবে-
৮) Apply তে Click করুন । এবার নিচের মত আরেকটি window আসবে-
Number এর জায়গায় লিখুন #777,
User name হলো - waps,
Password হলো -waps ।
এবার Available to all users এ check করে Apply তে ক্লিক করুন ।
ব্যাস !!! কাজ শেষ । এরপরও যদি কোন সমস্যার সম্মুক্ষিন হন, নির্দিধায় সেটা comments এ জানাতে পারেন। আমি আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করব ।
সবাই ভালো থাকুন ।
বিঃদ্রঃ যদি কোন modem এই পদ্ধতিতে ubuntu detect করতে না পারে তাহলে সর্বশেষ চেষ্টা হিসাবে non graphically এটাকে configure করার চেষ্টা করে দেখতে পারেন। বিস্তারিত এই পোস্টে দেখুন ।