টি ব্যবহার করব সেটা হলো Miro । এটি শুধু graphical video downloader ই নয়, এটাতে আপনি যে কোন video site এর video feed ও পাবেন ।
১) Miro install করার জন্য প্রথমে terminal খুলে লিখুন-
sudo add-apt-repository ppa:gwibber-daily/ppa
এবার enter চাপুন । Enter দিলে নিচের মত হাবিজাবি কিছু লেখা আসবে।
দেখে ঘাবড়াবার কিছু নাই। এরপর লিখুন -
sudo apt-get updateদেখে ঘাবড়াবার কিছু নাই। এরপর লিখুন -
২) এবার Ubuntu Software center খুলে Miro লিখে search দিন। পেয়েছেন?? খুব ভাল। চটপট এটিকে install করে ফেলুন ।
৩) Miro install করা শেষ? চমৎকার । এবার এটিকে open করে উপরে video--> Download item এ যান।
নিচের মত একটি box পাবেন, যেখানে আপনি যে video টি download করতে চান তার লিংক চাইবে-
এখানে খালি box এ video টির লিংকটি দিয়ে Ok তে ক্লিক করুন । দেখুন আপনার video টি download হওয়া শুরু করেছে-
ব্যাস!! কাজ শেষ। এভাবে আপনি youtube, metacafe অথবা এরকম যেকোন site থেকে ইচ্ছামত video download করতে পারবেন ।
Happy Downloading!!! :D