আমার এক বন্ধু কিছুদিন আগে আমাকে বললো "কম্পিউটারটা slow হয়ে গেছে, ভাবছি একটা নতুন RAM কিনব" । আমাদের অনেকেরই ধারণা RAM বাড়ালেই কম্পিউটারের speed বাড়ে। কিন্তু সকল ক্ষেত্রে এটা সত্যি নয়। আর একটি কম্পিউটার ঠিক কতটুকু RAM ব্যবহার করতে পারবে তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে,যাকে ঐ কম্পিউটারের Maximum RAM limit বলা হয় । তাই আমরা চাইলেই ইচ্ছামত RAM ব্যবহার করেতে পারিনা। RAM সম্পর্কিত কিছু ক্যাঁচাল নিয়ে একদম beginner দের জন্য আমি এই পোস্টটি লিখলাম।
মূলতঃ দুটি বিষয়ের উপর Maximum RAM limit নির্ভর করে । প্রথমটি, আপনার Motherboard ; দ্বিতীয়টি আপনার Operating System ।
সুতরাং দাম দিয়ে নতুন একটি RAM কিনবার আগে আপনার কিছু জিনিষ Check করে নেয়া ভাল। আজকের পোস্টে আমি ঐ বিষয়গুলো নিয়েই আলোচনা করবো।
মূলতঃ দুটি বিষয়ের উপর Maximum RAM limit নির্ভর করে । প্রথমটি, আপনার Motherboard ; দ্বিতীয়টি আপনার Operating System ।
সুতরাং দাম দিয়ে নতুন একটি RAM কিনবার আগে আপনার কিছু জিনিষ Check করে নেয়া ভাল। আজকের পোস্টে আমি ঐ বিষয়গুলো নিয়েই আলোচনা করবো।
১) নতুন একটি RAM কেনার আগে আপনার বর্তমান RAM এর পরিমানটি check করে নিন। এজন্য Windows এ "My Computer" এর উপর right click করে properties এ যান-
২) এরপর লক্ষ্য করুন আপনার বর্তমান যে RAM টি রয়েছে তার শতকরা কতভাগ ব্যবহৃত হচ্ছে । এর জন্য windows এ "Ctrl + Alt + Del" চাপুন। Task Manager এর উইন্ডো আসবে । এখানে "Performance" tab এ ক্লিক করুন । নিচের মত একটি উইন্ডো আসবে, যেখানে আপনি দেখতে পাবেন একটি কাজের জন্য আপনার কম্পিউটার RAM এর কতটুকু ব্যবহার করছে ।
এখান থেকে "General " সিলেক্ট করুন । যে tab টি আসবে তার নিচে ডানদিকে আপনার RAM এর পরিমান খুজে পাবেন ।
যদি দেখা যায় কোন একটি কাজের জন্য RAM এর খুব বেশি memory লাগছে না, কিন্তু তবুও কম্পিউটার slow হচ্ছে, তাহলে আপনার RAM এর কোন দোষ নাই । অন্যকোন কারনে কম্পিউটার slow হচ্ছে। এক্ষেত্রে RAM বাড়িয়ে খুব একটা সুবিধা হবে না ।
প্রথমত, ৩০টি পিন বিশিষ্ট single in-line memory module অথবা SIMM।এবং এটি প্রায় ৩ ইঞ্চি লম্বা হয়।
দ্বিতীয়টি হলো ৭২ টি পিন বিশিষ্ট SIMM।এগুলো প্রায় ৪ ইঞ্চি লম্বা হয়
এবং সর্বশেষটি হলো ১৬৮ টি পিন যুক্ত dual in-line memory module বা DIMM এগুলো প্রায় ৫ ইঞ্চি লম্বা হয়।
আপনার RAM টি কিধরণের সেটা জানার জন্য কম্পিউটারের কেসটি খুলে RAM টি check করে নিন।
৪)RAM টি কোন ধরনের সেটা check করা শেষ?? চমৎকার!! যেহেতু কম্পিউটারের কেসটা খুলেই ফেলেছেন , সেহেতু আপনার motherboard এ কয়টি খালি slots বা socket রয়েছে সেটাও এক ঝলক দেখেনিন। তাহলে আপনি কী ধরনের কয়টি RAM ব্যবহার করতে পারবেন সে সর্ম্পকে একটা ধারণা পেয়ে যাবেন।
যেমনঃ আপনার যদি দুটি খালি socket থাকে এবং আপনি যদি 1 GB RAM ব্যবহার করতে চান তাহলে ইচ্ছা করলে দু'টি 512 MB এর RAM দু'টো socket এ লাগিয়ে ব্যবহার করতে পারেন ।
5)আপনার Maximum RAM limit Operating system এর উপরও নির্ভর করে। যেমনঃ আপনি যদি 32-bit এর Windows XP Professional, Windows Vista বা Windows 7 ব্যবহার করেন তাহলে সর্বচ্চো 4 GB RAM ব্যবহার করতে পারবেন।
যদি 64-bit এর OS,যেমনঃ Windows XP x64, Windows Vista 64-bit, and Windows 7 64-bit ব্যবহার করেন,তাহলে আরো বেশি powerful RAM ব্যবহার করতে পারবেন।
windows release এ Memory Limits সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই লিংক এ ক্লিক করুন।
আশা করি পরবর্তীতে RAM কেনার সময় এই তথ্যগুলো আপনার কাজে লাগবে।
সবাই ভালো থাকুন ।
যেমনঃ আপনার যদি দুটি খালি socket থাকে এবং আপনি যদি 1 GB RAM ব্যবহার করতে চান তাহলে ইচ্ছা করলে দু'টি 512 MB এর RAM দু'টো socket এ লাগিয়ে ব্যবহার করতে পারেন ।
5)আপনার Maximum RAM limit Operating system এর উপরও নির্ভর করে। যেমনঃ আপনি যদি 32-bit এর Windows XP Professional, Windows Vista বা Windows 7 ব্যবহার করেন তাহলে সর্বচ্চো 4 GB RAM ব্যবহার করতে পারবেন।
যদি 64-bit এর OS,যেমনঃ Windows XP x64, Windows Vista 64-bit, and Windows 7 64-bit ব্যবহার করেন,তাহলে আরো বেশি powerful RAM ব্যবহার করতে পারবেন।
windows release এ Memory Limits সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই লিংক এ ক্লিক করুন।
আশা করি পরবর্তীতে RAM কেনার সময় এই তথ্যগুলো আপনার কাজে লাগবে।
সবাই ভালো থাকুন ।