I Physicist

-

পদার্থবিজ্ঞানের পাঠশালা


Ubuntu ব্যবহার করতে গিয়ে প্রথম দিকে আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলাম তার একটি ছিল- ubuntu তে printer configure করা। কারণ আমার printer ছিল Canon PIXMA iP 1600 আর প্রিন্টার এর এই মডেলটির জন্য ubuntu র কোন driver নেই। সারা নেট খুঁজে খুঁজে যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম ঠিক তখনি Ubuntu-bd এর mailing list এ আমি সমস্যাটির সমাধান খুঁজে পেয়ে যাই।

Canon PIXMA iP 1600 এর জন্য  ubuntu তে কোন নির্দিষ্ট driver নেই। তবে iP 2200 এর driver ইন্সটল করে আমরা iP 1600 কে ubuntu তে configure করতে পারি।

১) প্রথমে নিচের লিংক থেকে iP 2200 এর driver download করে নিন-

Printer Driver for iP 2200


২) File টাকে double click করে extract করুন। চারটি file পাবেন ।

cnijfilter-common-2.60-1.i386.rpm
cnijfilter-ip2200-2.60-1.i386.rpm
cnijfilter-ip2200-lprng-2.60-1.i386.rpm
cnijfilter-common-2.60-1.src

এর মধ্যে cnijfilter-common-2.60-1.src আর cnijfilter-ip2200-lprng-2.60-1.i386.rpm ফাইল দুটো আমাদের কোন কাজে লাগবে না। চাইলে এদুটো delete করে দিতে পারেন।

৩) আমরা যে ফাইলটি নামিয়েছি সেটা .rpm ফরমেটে রয়েছে। Ubuntu তে চালানোর জন্য .rpm কে .deb ফরমেটে নিতে হবে । এজন্য আমরা Alien নামক একটি software ব্যবহার করব । Alien ইন্সটল করার জন্য terminal খুলে নিচের command টি দিন-

sudo apt-get install alien libxml++1.0c2a libpng3

৪) এরপর download করা RPM package গুলোকে DEB package এ convert করার জন্য terminal খুলে নিচের command দুটি দিন-

sudo alien cnijfilter-common-2.60-1.i386.rpm
এবং
sudo alien cnijfilter-ip2200-2.60-1.i386.rpm

দেখবেন  cnijfilter-common-2.60-1.i386.deb এবং cnijfilter-ip2200-2.60-1.i386.deb নামক দুটি নতুন package তৈরি হয়েছে। Double click করে চটপট ওদুটো install করে ফেলুন ।

৬) ইন্সটল করেছেন ? ব্যাস printer configure এর অর্ধেক কাজ শেষ । আপনার install করা package দুটিকে printer driver এর list এ নেবার জন্য terminal খুলে প্রথমে লিখুন -

sudo ln -s /usr/lib/libtiff.so.4 /usr/lib/libtiff.so.3

এরপর লিখুন- 

sudo ldconfig

এবং সবশেষে printing manager কে restart করার জন্য নিচের command টি দিন-

sudo /etc/init.d/cupsys restart

৭) এবার আপনার printer টি Desktop এর সাথে লাগিয়ে on করুন। তারপর System --> Administration -->Printing এ যান। এখান থেকে Add এ ক্লিক করুন।

নিচের মত একটা লিস্ট আসবে। লিস্ট থেকে Canon select করুন।


এরপর Forward এ ক্লিক করুন। আরেকটি লিস্ট পাবেন

এবং scroll করে নিচে নামতে থাকুন। নিচে কোন এক জায়গায় আপনি iP2200 Ver.2.60 নামটি খুজে পাবেন। 

select করে Forward এ ক্লিক করুন। সবশেষে Apply করে বেরিয়ে আসুন । (যদি কোন কারণে driver টি খুঁজে না পান তাহলে PC একবার restart করুন, পেয়ে যাবেন)।
ব্যাস ! এবার একটা print দিয়ে দেখুন। :D
Published On: 10:48 PM | Updated on: 2015-07-31T06:19:17Z  আগের পরিচ্ছেদ পরবর্তী পরিচ্ছেদ 
Powered by Blogger.

About us

Blogroll

Formulir Kontak

Name

Email *

Message *

Instagram

Portfolio

Popular Topics

Follow us on G+

Carousel

Ads

saddaa adada dadad

Popular Posts

GET IN TOUCH

adv1

Ewy!

SUBSCRIBE

  • image06

    Passionate

    Seeker

  • image01

    Creative

    Duet

  • image02

    Friendly

    Devil

  • image03

    Be

    Creative

  • image04

    Insecure

    Hussler

  • image05

    Loving

    Rebel

Hello! We are SimplexDesign

we love creative ideas and great designs.

Popular Posts